যে কোনো দিন মীর কাসেমের রায়
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের জন্য আটক মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান।
রোববার বেলা ১২টায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আজ উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়।
গত ২৩ এপ্রিল সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে ২৭ এপ্রিল যুক্তিতর্ক শুনানির শেষ দিন ধার্য করা হয়েছিলো। ২৭ এপ্রিল থেকে যুক্তিতর্ক শুরু হয়ে আজ শেষ হয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জন আর আসামিপক্ষে তিনজন সাক্ষির জবানবন্দী গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ৫ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটসহ তার বিরুদ্ধে ১৪টি অভিযোগ রয়েছে।