যাত্রা শুরু করতে যাচ্ছে নৌ পুলিশ

shahjahan-khan শাহজাহান খান shajahanসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নৌ পথের অনিয়ম বন্ধে প্রধমবারের মত বাংলাদেশে যাত্র শুরু করতে যাচ্ছে নৌ পুলিশ। ৭৩০ জনের লোকবল নিয়ে গঠিত এই বাহিনীর কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌ-পুলিশের উদ্ভোধন করবেন।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌ পথে ডাকাতি চাঁদাবাজি বন্ধের বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা জানান নৌ মন্ত্রী শাজাহান খান। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুস্তাকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নৌ-মন্ত্রী বলেন, নৌযাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নৌযানের ত্রুটিমুক্ত চলাচল, ভালভাবে পরিচালনা, কাল বৈশাখীর সময় সাবধানে চলাচল এবং চাঁদাবাজি ও ডাকাতি ঠেকাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌপথের নিরাপত্তায় নৌপুলিশ ও কোস্টগার্ড সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। নৌপথে অনেক ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতি রোধে নৌ, ভূমি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক করবে।
মন্ত্রী জানান, একজন যুগ্মসচিবকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে ডাকাতির ঘটনার স্থানগুলো। ষোলটি জেলার অভ্যন্তরীণ নৌরুটের স্থানগুলোর মধ্যে রয়েছে, সুনামগঞ্জ থেকে আশুগঞ্জ পর্যন্ত বৈদ্যের বাজার, ষাটনল, মোক্তারপুর, গজারিয়া, মেঘনাঘাট ও বসিলা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ