খালেদা জিয়া গণঅনশনে

Khaleda Ziaসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি ঘোষিত গণঅনশনে সংহতি জানাতে জাতীয় প্রেসক্লাবে হাজির হয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল সাড়ে ৪টায় বেগম খালেদা জিয়া গণঅনশন মঞ্চে উপস্থিত হন।

এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্যসহ তৃণমলের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ ও সারাদেশে বিচারবহির্ভূত  হত্যা, গুম, খুনসহ সরকারের নানা নির্যাতন ও নিপীড়ণের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

ঢাকায় গণঅনশন কর্মসূচি পালনে কোনো স্থানে অনুমতি না পাওয়ায় জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

মঞ্চে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ড. মঈন খান, লে. জে (অব.) মাহাবুবুর রহমান, ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, শামীমা আকতার শাম্মী, সাবেক সংসদ সদস্য  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক  প্রমুখ।

এছাড়া ১৯ দলের নেতারাও এ গণঅনশনে সংহতি জানাতে উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ