গুগলের সম্মাননা হেপবার্ন এর জন্মদিনে
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কর্মই বাঁচিয়ে রাখে মানুষকে। ১৯৯৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন। কিন্তু এখনো তাকে মনে রেখেছে তার ভক্তকূল।৪ মে তার জন্মদিন।
তাকে স্মরণ করে তার ৮৫তম জন্মদিনে সন্মাননা জানিয়েছে জনপ্রিয় ইন্টারেন্ট সার্চ ইঞ্জিন গুগল। খ্যাতিসম্পন্ন ব্রিটিশ এ অভিনেত্রী ‘রোমান হলিডে’, ‘ওয়ার অ্যান্ড পিস’, ‘মাই ফেয়ার লেডি’, ‘ওয়েট আনটিল ডার্ক’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে স্থান করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।
১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার পুরস্কার লাভ করেন তিনি।১৯২৯ সালের ৪ মে বেলজিয়ামে জন্ম হেপবার্নের। জন্মের পর তার নাম রাখা হয় অড্রে ক্যাথরিন রাস্টন।