শ্রমিক নেতা খুন,বাস চলাচল বন্ধ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের উকিল পাড়ায় জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা আবুল গাফ্ফারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার ভোর ৪টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঝিনাইদহের উপর দিয়ে চলাচলকারী সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস-মিনিবাস শ্রমিকরা । ফলে দূর দূরান্তের যাত্রীরা ঝিনাইদহ শহরে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।
হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন।
নিহত আবুল গাফ্ফার জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার নেয়ামতপুর গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী রোকসানা খাতুন জানান, গতরাত ১০টার দিকে একজন শ্রমিক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজার পর আজ ভোররাতে শহরের আরাপপুর উকিল পাড়া এলাকায় রাস্তার পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের অন্তঃকোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে কোন্দলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।