বাংলাদেশ সার্বিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

Cabinet মন্ত্রীসভাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কুটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ছাড়া মন্ত্রিসভা বস্ত্র খাতের পোষাক কর্তৃপক্ষের দায়িত্ব বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে বস্ত্র দপ্তরে ন্যস্তকরনের নিমিত্তে মন্ত্রিসভার ইতিপূর্বের বৈঠকের গৃহিত সিদ্ধান্ত সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কুটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব বাস্তবায়িত হলে দু’দেশের কুটনিতিক, সরকারী ্উচ্চ পদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা ভিসা ছাড়াই উভয় দেশে যাতায়াত কররতে পারবেন। ৯০ দিন তারা দু’দেশে অবস্থান করতে পারবেন।
বস্ত্র খাতের পোষাক কর্তৃপক্ষের দায়িত্ব বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে বস্ত্র দপ্তরে ন্যস্তকরনের নিমিত্তে মন্ত্রিসভার ইতিপূর্বের বৈঠকের গৃহিত সিদ্ধান্ত সংশোধনের প্রস্তাব অনুমোদনের কথা জানিয়ে তিনি বলেন, শিল্প মন্ত্রনালয় ১৯৯১ সালের শিল্পনীতি সংশোধন করার জন্য মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করে । মন্ত্রিসভা বস্ত্র পরিদপ্তরকে বস্ত্র খাতের পোশক কর্তৃপক্ষ হিসেবে অনুমোদন করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ