মাঠ-খাল রক্ষা করতে ডিসিদের নির্দেশ

High-Court-sm20130120092335সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের মাঠ, খাল ও পার্ক রক্ষায় জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারির আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জেলা প্রশাসকরা ওই নির্দেশনা বাস্তবায়ন করেছে কিনা এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে তিন সচিব ও পানি উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে দিতে বলা হয়েছে। ওই তিন সচিব হলেন- স্থানীয় সরকার, অর্থ, বন ও পরিবেশ, পানি সম্পদ মন্ত্রণালয়ের।

এর আগে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৭ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। ওইদিন একই সঙ্গে দেশের খাল রক্ষায় পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।

আদালতের আদেশের পরে নির্দিষ্ট সময়ে মধ্যে তা বাস্তবায়ন না হওয়ায় গত ২৮ এপ্রিল ওই বিষয়ে প্রয়োজনীয় আদেশ চেয়ে আবারও আবেদন করলে সোমবার এ আদেশ দেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

পরে মনজিল মোরসেদ বলেন, দেশের খাল রক্ষায় পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী খাল ভরাট ও দখলের বিষয়ে জেলা প্রশাসকরা যথাযথ পদক্ষেপ না নেয়ায় প্রভাবশালীরা যে যার সুবিধামতো দখল করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তা বন্ধ না হলে পরিবেশের বিপর্যয় ঘটবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ