৭ খুনে র্যাবের বিরুদ্ধে অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় র্যাব-১১ অধিনায়কসহ এর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাহিনীটি।
সোমবার দুপুরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের এ কমিটি গঠন করে র্যাব সদর দপ্তর।
স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের বিষয়ে প্রতিবেদন দেবে কমিটি এবং বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে এবিসি নিউজ বিডিকে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান।
হাবিবুর রহমান জানান, অভিযোগ উঠৈছে এখন তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
র্যাবের ভাবমূর্তির ক্ষুণ্নের বিষয়ে তিনি বলেন, কেউ একজন অভিযোগ করলো আর তাতেই প্রমাণ হয় না সে দোষী। তাছাড়া একজনের বিরুদ্ধে অভিযোগ এনে গোটা বাহিনীর উপর দোষ চাপানো কতটা যৌক্তিক সেই প্রশ্নের উত্তর কে দেবে? র্যাবের সফলতা কি সেটা দেশবাসী জানে।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনায় র্যাব সহায়তা করেছে বলে ভিকটিম প্যানেল মেয়র নজরুলের পরিবারের পক্ষে অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয়, র্যাব-১১ এর অধিনায়ক নূর হোসেনের কাছ থেকে ৬ কোটি টাকার বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।