স্বামীর হাতে স্ত্রী খুন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পরকীয়ার জের ধরে রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে খুন করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় আহত অবস্থায় স্বামী মানিক মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম এবিসি নিউজ বিডিকে জানান, ওই এলাকার আলাউদ্দিন নামে এক যুবকের সঙ্গে পারভীনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো।এ নিয়ে সোমবার স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী মানিক তাকে ইট দিয়ে মাথায় আঘাত করেন।এতে ঘটনাস্থলেই পারভীনের মৃত্যু হয়।
এসময় ধস্তাধস্তিতে স্বামী মানিকও আহত হয়েছেন। তাকে আটক করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।