২৫ দিনেও উদ্ধার হয়নি ব্যবসায়ী

lokkhipur laxmipur লক্ষ্মীপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ জেলার রায়পুরে সোমবার বিকাল ৪টায় মনির হোসেন (২৬) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা গ্রামের মো. হুদুল্লাহ মিয়ার ছেলে।

মনির গত ১১ এপ্রিল ওই গ্রামের প্রবাসি জাফর আহমেদ ও তার ভাই মো. বাচ্চুকে অপহরনের মামলার ২ নং আসামি।

পুলিশ জানান, গত ১০ এপ্রিল রাতে দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা গ্রামের প্রবাসি জাফর আহমেদ ও তার ভাই মো. বাচ্চুকে ওই নন্যার দোকানের সামনে থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। গত ১১ এপ্রিল সকালে প্রবাসি জাফর আহমেদকে তার বাড়ির পাশে রেখে গেলেও গত ২৫দিন ধরে উদ্ধার হয়নি ব্যবসায়ী মো. বাচ্চু। পরে ওই দিন রাতে প্রবাসি জাফর আহমেদর স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে দত্তপাড়া পুলিশ ফাড়িতে একই এলাকার মনির হোসেন, ফারুক হোসেন ও আরিফসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ থেকে ৭ জনের নামে অপহরণ ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার এসআই গোলাম মোস্তফা অপহরণ মামলার আসামি মনিরকে রায়পুর শহরের মধ্য বাজার এলাকার একটি দোকান থেকে আটক করে। পরে দত্তপাড়া ফাঁড়ি থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ