ঝিনাইদহে পরিবহন ধর্মঘট চলছে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা আব্দুল গাফফার বিশ্বাস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।জেলা শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
ভোরে শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে ধর্মঘটের পক্ষে অবস্থান নেন। তবে সকাল থেকে জেলার কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এ ছাড়া দূরপাল্লাসহ বিভিন্ন রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করলেও সকাল পর্যন্ত হত্যার ঘটনায় সদর থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
সোমবার ভোরে জেলা শহরের আরাপপুর বড় ব্রিজের পাশে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। পরে তা প্রত্যাহার করে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ঐক্য পরিষদ।