শিশু-বৃদ্ধরা হজ্জে যেতে পারছেন না
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হজ্জ ও ওমরা এজেন্সি’র পরামর্শে শিশু ও ষাটোর্ধ্ব বৃদ্ধদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের অস্থায়ী স্বাস্থ্যমন্ত্রী আদেল ফকীহ জানিয়েছেন, শিশু ও ৬৫ বছর বয়সোর্ধ্ব হজ্জযাত্রীদের মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে মক্কা চেম্বার অব কমার্সের হজ ও ওমরা কমিটির প্রেসিডেন্ট সাদ আল কুরাইশি হজ্জ-ওমরা সংক্রান্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যারা ফ্লু জাতীয় রোগের টিকা গ্রহণ করেননি, তাদের এবার হজের ভিসা দেয়া হবে না।
অন্যদিকে মার্স ভাইরাসে জেদ্দায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪শ’।
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় নাগরিকদের মাঝে বিরাজ করছে চাপা আতঙ্ক। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ও মার্স ভাইরাসের ভয়াবহতায় আতঙ্কিত।