নারায়ণগঞ্জে চার লাখ টাকাসহ ব্যবসায়ী নিখোঁজ

nayaranganj district map নারায়ণগঞ্জ জেলা ম্যাপসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চাঞ্চল্যকর সাত অপহরণ এবং খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জে মো. আমানউল্লাহ (৩৫) নামে এক ব্যবসায়ী ৪ লাখ টাকাসহ ‘নিখোঁজ’ হয়েছেন।

সোমবার সকালে ৪ লাখ টাকা নিয়ে মাল কিনতে তিনি গাজীপুরের উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর ফেরেননি। ব্যবসায়ী আমানউল্লাহ বন্দরের দক্ষিণ মুছাপুরের মিনার বাড়ি এলাকার মৃত মিছির আলীর ছেলে। এ ঘটনায় সোমবার রাতে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আমানউল্লাহর বড় ভাই মোক্তার হোসেন জানান, আমাউল্লাহ নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় গেঞ্জির কাপড়ের ব্যবসা করেন। তিনি সোমবার সকাল ৬টার দিকে মাল কেনার জন্য ৪ লাখ টাকা নিয়ে বন্দর থেকে গাজীপুরে রওনা হন। এরপর সকাল ৯টা থেকে আমানউল্লাহর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মোক্তার হোসেন বলেন, ‘গাজীপুরের যাদের কাছ থেকে আমানউল্লাহ মাল কেনেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু আমানউল্লাহ গাজীপুরে যায়নি বলে তারা জানান।’

এ দিকে দুপুর ২টার দিকে আমানউল্লাহর বড় ভাই আমির হোসেনের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। ফোনে অপরিচিত ওই ব্যক্তি আমানউল্লাহকে টঙ্গীতে খোঁজার পরামর্শ দেন। এরপর টঙ্গী, গাজীপুর এবং এর আশপাশে পরিবারের সদস্যরা মিলে তাকে খোঁজেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে রাতে বন্দর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বন্দর থানার পরিদর্শক (ওসি) আক্তার মোর্শেদ বলেন, জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।

গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয়।

একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন। পরে ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে গত ১ মে অপহরণ হন ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলাম। পরে শুক্রবার রাতে তাকে সাভারে ছেড়ে দেয় অপহরণকারীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ