ঐশীর বিচার শুরু

Oishi ঐশীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। এসময় আদালতে ঐশী রহমান, তার বন্ধু মিজানুর রহমান জনি ও আসাদুজ্জামান রনির উপস্থিত ছিলেন।

আগামী ৫ জুন তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন বিচারক।

অন্যদিকে কাজের মেয়ে সুমি কিশোরি হওয়ায় তার মামলাটি প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে বদলি করেন ও তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২০ মে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ আগস্ট পুলিশ (সিআইডি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান রাজধানীর চামেলীবাগে নিজ বাসার বেডরুমে নৃশংসভাবে খুন হন। ১৬ আগস্ট সন্ধ্যায় দম্পতির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তাদের একমাত্র মেয়ে ঐশী রহমান নিখোঁজ ছিল। পরে ১৭ আগস্ট মা-বাবাকে হত্যার দায় স্বীকার করে পল্টন থানায় আত্মসমর্পণ করে ঐশী। ঐশী ছাড়াও মাহফুজ-স্বপ্না দম্পতির ঐহী রহমান নামে একটি ছেলে রয়েছে।

ঐশী ও তার দুই বন্ধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গৃহকর্মী সুমীকে গাজীপুরের কাশিমপুর কিশোর সংশোধনী কেন্দ্রে রাখা হয়েছে। ঐশী ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী। ঐশীর ছোট ভাই ঐহী ময়মনসিংহে তার চাচার হেফাজতে রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ