শেখ হাসিনা মোদির বক্তব্যে উদ্বিগ্ন

sheikh shekh hasina শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতে অনুপ্রবেশ করে বসবাসকারী বাংলাদেশিদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে’ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন, এ ধরনের মন্তব্য অপ্রয়োজনীয় এবং অন্যায্য।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শেখ হাসিনা বলেছেন, এ ধরনের বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো অবদান রাখে না, বরং ভবিষ্যতের ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত বা নষ্ট করে দিতে পারে।

মঙ্গলবার অনলাইন দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। টেলিফোনে এক কর্মকর্তা ঢাকা থেকে ইকোনমিক টাইমসকে এ বৈঠকের বিষয়টি অবহিত করেছেন।

নরেন্দ্র মোদির বিবৃতি বাংলাদেশে ভারত-বিরোধী কট্টরপন্থী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে পারে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এ সংগঠনগুলোর রোষের সম্মুখীন হতে পারে বলে ওই বৈঠকে উল্লেখ করা হয়।

তবে বাংলাদেশ সরকার মোদির বিতর্কিত বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ