প্রধানমন্ত্রীকে সভাপতি করে ৪১ সদস্যের জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ গঠন

Cabinet মন্ত্রীসভাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ৪১ সদস্যের জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (এনসিআইডি) গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়াও সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড- পরিচালনা ও বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরো ৫টি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৪ এপ্রিল এ সংক্রান্ত সরকারী সিদ্ধোন্তে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
মন্ত্রণালয় ভিত্তিক কমিটিগুলো হচ্ছে- খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি, জাতীয় শিল্প পরিষদ, সার্বিক দিক নির্দেশনা কমিটি, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, মৎস ও চিংড়ি সংক্রান্ত জাতীয় কমিটি এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের নির্বাহি কমিটি।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি

খাদ্যমন্ত্রীকে সভাপতি করে ১৭ সদস্যের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। কার্যপরিধির মধ্যে রয়েছে কমিটি সার্বিক খাদ্য পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখবে। কমিটি খাধ্যশস্য উৎপাদনের পরিসংখ্যান, খাদ্যশস্যেও চাহিদা নিরুপণ খাদ্যশস্যেও মজুদ, সামগ্রীক খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য সম্পর্কিত অন্যাণ্য বিষয় পর্যালোচনা কওে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে পরামর্শ দেবে।

সার্বিক দিক-নির্দেশনা কমিটি

শিল্পমন্ত্রীকে আহবায়ক করে ১৬ সদস্যের সার্বিক দিক-নির্দেশনা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির কার্যপরিধিেিত বলা হয়েছে দেশে পরিকল্পিত ও সুষ্ঠু শিল্পায়নে শিল্পোদ্যাক্তাদেও শিল্প কারখানাগুলোর বিদ্যমান বিবিধ সমস্যা নিরসনে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও সহায়তা দেবে। এই কমিটি তিন মাস পর পর কমিটির সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ

প্রধানমন্ত্রীকে সভাপতি করে ৪১ সদস্যের জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (এনসিআইডি) গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ পরিষদ বিভিন্ন কার্যক্রম তদারিক করবে। পরিষদের কার্যপরিধির মধ্যে রয়েছে আবেদনকারী কোন উদীয়মান যোগ্য শিল্প প্রতিষ্ঠানকে অগ্রধিকারপ্রাপ্ত শিল্পখাতে অন্তর্ভুক্তির ঘোষণা। অগ্রধিকারপ্রাপ্ত শিল্পখাতের পর্যালোচনাও তালিকা হালনাগাদ করাসহ প্রনোদণার ধরণ ও শর্ত নির্ধারণ। দেশের শিল্প উন্নয়নে শিল্পনীতি বাস্তবায়ন পর্যালোচনা।
এছাড়া জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ প্রতি ছয় মাসে একটি সভা করবে। শিল্প মন্ত্রণালয় এ পরিষদকে সাচিবিক সহায়তা করবে। পরিষদ বিশেষ প্রয়োজন বোধে আরও সদস্য অন্তভর্’ক্ত করতে পারবে।

মৎস্য ও চিংড়ি সংক্রান্ত জাতীয় নির্বাহি কমিটি

মৎস্য ও চিংড়ি সংক্রান্ত ২২ সদস্যের জাতীয় কমিটির চেয়ারপার্সন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইস চেয়ারম্যান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, অন্য সদস্যরা হলেন- শিল্প মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, পরিবেশ ওবন মন্ত্রী, ভুমি মন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রণালয়ের অর্থ এবং ব্যাংক ও আার্থিক প্রতিষ্ঠানের সচিবসহ আরো অনেকে।

এ কমিটি মৎস্য ওচিংড়ি সম্পদের উন্নয়নে বার্বিক নীতি নির্ধারণ, পরিবেশ সম্মতভাবে মাছ চাষের জন্য ভ’মি ওপানির ব্যবহার নিশ্চিত করা, উপকুলীয় অঞ্চলে চিংড়ি চাষে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ বিষয়ে প্রয়োজনীয় দিক দির্দেশনা, অবোকাঠামোগত উন্নয়ন ও পরিকল্পনা প্রনয়ণে প্রয়োজনীয় দিক নিদেূশনা, মৎস্য চাষ উপযোগী জলমহাল এবং জলাশয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণলেয়ে হস্তান্তর ও ব্যবস্থাপনার নির্দেশনা, মৎস্য চাষ উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী বিবেচনা করবে। এই কমিটি বছরে একবার বৈঠক করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মৎস্য ও চিংড়ি সংক্রান্ত জাতীয় কমিটিকে সহায়তার জন্য ২৬ সদস্যের একটি নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে- এ কমিটির সভাপতি হচ্ছেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী।

বাংলাদেশ পরিকল্পনা কমিশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপারসন করে বাংলাদেশ পরিকল্পনা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিত পর্যালোচনা করবে এই কমিটি। জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পঞ্চবাষিক পরিকল্পনা বাস্তবায়ণ পযালোচনা ও হালনাগাদকরণে দির্দেশ দেবে। পরিকল্পনার গুরুত্বপুর্ণ কৌশলগত বিষয়াবলি সম্পর্কে আন্ত:মন্ত্রণালয় মতপার্থক্য দুর করবে।

এ কমিটির সদস্যরা হলেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে ভাইন্স চেয়ারম্যান পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দদের সদস্য এবং পরিকল্পনা বিভাগের সচিবকে সদস্য করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ