বাংলাদেশে নতুন নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নতুন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মেরি হার্ফ। সোমবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত এক প্রশ্নে হার্ফ বলেন, আমরা বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সব সময় সরকার, বিরোধীদল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলে থাকে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবার দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, যেখানেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন হতে দেখি- সেখানেই আমরা তার বিরুদ্ধে কথা বলি। গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। একই অবস্থান সহিংসতার বিষয়েও।