বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না রাশিয়া

Alekjander Nikolayevসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাশিয়া বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ।  জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে মঙ্গলবার রাষ্ট্রদূত এসব কথা বলেন।

নিকোলায়েভ বলেন,  শুধু রাশিয়া নয়- ভারত এবং চীনেরও একই অবস্থানে রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে কবে কখন নির্বাচন হবে- এটি দেশের মানুষ এবং রাজনৈতিক পক্ষই নির্ধারণ করবে।

পশ্চিমা দেশগুলো বাণিজ্যিক ঈর্ষার কারণেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিরোধিতা করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি ঝুঁকিমুক্ত ও নিরাপদ হবে। তিনি বলেন, বাংলাদেশে প্রচুর বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এটি সমাধানের জন্য রাজনৈতিকভাবে সবাইকে অবশ্যই ঐক্যমতে আসতে হবে।

সংগঠনের সভাপতি মাইনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টিও বক্তব্য রাখেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ