১০ মের পর গাড়িতে কালো গ্লাস থাকলে ব্যবস্থা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ১০ মের মধ্যে সব ধরনের গাড়িতে কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাসযুক্ত কাঁচ সরানো না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নেবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে অপরাধীরা কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন অথবা পরিবহণকৃত বস্তু শনাক্ত করা, গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির ওপর নজর রাখা এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সমস্যার সৃষ্টি হওয়ায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ (১৯৮৮ সালের ২৭ নং আইন দ্বারা সংশোধিত) এর ৫৩ ধারায় ক্ষমতাবলে এবং আমদানি ও রফতানি (নিয়ন্ত্রণ) আইন-১৯৫০ এর ৩ ধারা মতে ২৭ মার্চ ২০০৬ খ্রিঃ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এসআরও নং ৫৪-আইন/২০০৬, অনুসরণে গত ৩০ এপ্রিল মাইক্রোবাসে কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়।
এ বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পাশের জানালা ও পেছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে উপরোক্ত আদেশ প্রযোজ্য হবে না। বিল্ট-ইন ছাড়া সকল গাড়ির জানালায় আলাদাভাবে লাগানো রঙিন/কালো/মার্কারি/টিনটেড/অস্বচ্ছ ফিল্ম/পলিথিন/প্লাস্টিক জাতীয় কৃত্রিম আবরণ আগামী ১০ মের মধ্যে অপসারণ করতে হবে। এ নির্দেশ অমান্য করা হলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।