বিষাক্ত ধোঁয়ায় আমিরাতে ২ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতে বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুই বাংলাদেশি এবং এক মিশরীয় শ্রমিক মারা গেছেন। তারা আরব আমিরাতের আবু সাগারা এলাকায় একটি গাড়ি পলিশের দোকানে কাজ করতেন বলে জানিয়েছে গালফ নিউজ। এ ঘটনার পর ওই ওয়ার্কসপটি বন্ধ করে দেয়া হয়।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে পুলিশের কাছে ওই দুর্ঘটনার খবর এসে পৌঁছালে তারা গিয়ে দেখেন ওই তিন শ্রমিক দোকানে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করে আল কুয়াইতি হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এদের মধ্যে দু জন বাংলাদেশি এবং বাকি একজন মিশরীয়। তাদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তবে মৃতদের পরিচয় জানায়নি পুলিশ।
এ ঘটনা সম্পর্কে শারজাহ শহরের এক পুলিশ কর্মকর্তা জানান, ওই শ্রমিকরা প্রতিদিনের মতো কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গাড়ি পলিশের কাজ শুরু করেছিলেন। এ সময় তারা বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শারজাহ পুলিশ বেশ কয়েকবার এ ধরণের ঝুঁকিপূর্ণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য প্রচারণা চালিয়েছিল। কারণ এ গাড়ি পোলিশের সময় বিষাক্ত ধোঁয়া বা অন্য যে কোনো ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।