থাই প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ আদালতের

Inglak Sinaoyattra ইংলাক সিনাওয়াত্রাআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতার অপব্যবহারের দায়ে দ্রুত পদত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির এক আদালত। আজ বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত এ ব্যাপারে একটি রুল জারি করেন। আদালত রুল জারি করে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রী ইংলাককে দ্রুত পদত্যাগ করা উচিত। তা না হলে দেশের মানুষের নাগরিক ও সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হবে। খবর-বিবিসি।

এর আগে গতকাল মঙ্গলবার ক্ষমতার অপব্যবহার মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে হাজির হন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। গতকাল মামলার শুনানি শেষে আজ সিদ্ধান্ত দেয়ার কথা জানায় আদালত।

২০১১ সালে তার জাতীয় নিরাপত্তা প্রধানকে অবৈধভাবে বদলি করার মাধ্যমে ইংলাকের দল লাভবান হয়েছে- সিনেটররা এমন অভিযোগ এনে ক্ষমতার অপব্যবহারের মামলাটি দায়ের করেন।

ইংলাকের সমর্থকেরা মনে করছেন আদালত তার বিপক্ষে অবস্থান নিয়েছে। তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে অভিজাত শ্রেণী ওই মামলাটি করেছে বলে মনে করেন তারা। যাতে সায় রয়েছে আদালতের।

২০১৩ সালের নভেম্বর মাস থেকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে বিরোধীরা। তাকে নির্বাসিত ভাই থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল ও দুর্নীতিবাজ উল্লেখ করে আন্দোলন করে যাচ্ছেন তারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ