র্যাব নিয়ে নতুন করে ভাবতে হবে : ফখরুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত যে বাহিনী তারাই আজ জীবন রক্ষার বদলে জীবন হরণ করছে। এ অবস্থায় এলিট ফোর্স নামে এ বাহিনী রাখার প্রয়োজন আছে কি-না তা ভাবার সময় এসেছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি উপলক্ষে যৌথসভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফখরুল বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তাকে বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর অর্থ সরকার এ ঘটনার দায় স্বীকার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে তিনি সরকারের পদত্যাগ দাবি করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, চলমান গুম, হত্যা ও অপহরণের বিরুদ্ধে বিএনপি দেশে-বিদেশে প্রতিবাদ করেছে। এ প্রতিবাদে সুশীল সমাজ এবং সাধারণ মানুষও সমর্থন জানিয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।
বিএনপি কি র্যাব বিলুপ্তি চায়- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। জনগণ যা চায়- বিএনপিও তাই চায়।