বিএনপি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে

bnp logo বিএনপি প্রতীকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও জোটগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেছেন। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নিয়ে বের হয়ে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাংবাদিক শফিক রেহমান বলেন বৈঠক ফলপ্রসু হয়েছে।

বিকেল ৪টার দিকে শুরু হয়ে এ বৈঠক চলে ৫টা  পর্যন্ত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের অবহিতকরণ ও বিএনপির অবস্থান তুলের ধরার জন্য দলটির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, শফিক রেহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী সদস্য জেবা আহমেদ খান প্রমুখ।

পৌনে ৫টার দিকে সবার আগে বৈঠক থেকে বের হয়ে শফিক রেহমান সাংবাদিকদের বলেন, কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে।

অপরদিকে বৈঠক সূত্র জানিয়েছে, কূটনীতিকদের সঙ্গে এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনমানুষের আকাঙ্ক্ষা, সরকারের কার্যকলাপ ও বিএনপির অবস্থান প্রভৃতি নিয়ে নির্মিত একটি ভিডিও সিডি কূটনীতিকদের দেয়া হয়েছে। পাশাপাশি সেটি প্রোজেক্টরের মাধ্যমে তাদের দেখানো হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লেখা দুই পৃষ্ঠার একটি চিঠিও দেয়া হয়েছে কূটনীতিকদের।

বৈঠকে কূটনীতিকদের মধ্যে অংশ নেন রাশিয়া, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), তুরস্ক, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত; যুক্তরাষ্ট্র, ইতালি, পাকিস্তান, কানাডা, ইউএনডিপি ও জাতিসংঘের প্রতিনিধিরা।

দলীয় সূত্র জানায়, দেশব্যাপী অপহরণ, গুম, খুন ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয় বৈঠকে। একইসঙ্গে সাম্প্রতিক উপজেলা নির্বাচন ও গত ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন বিষয়েও কূটনীতিকদের জানানো হয়।

দলীয় সূত্রে আরো জানা যায়, সব নির্বাচনেই জালিয়াতি ও কারচুপির চিত্র উপস্থাপন, বিশেষ করে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন অগ্রহণযোগ্য দাবি করে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন সর্বজনগ্রাহ্য নির্বাচন দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করা হয় বৈঠকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ