নজরুলের স্ত্রীর তারেককে গ্রেফতারের দাবি

Nojrul Wife নজরুল স্ত্রীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ সিটি কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যাকাণ্ডে ‘জড়িত’র‌্যাব কর্মকর্তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

র‌্যাবের তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রতিক্রিয়ায় বুধবার তিনি এই দাবি জানান।

অবসরে পাঠানো সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদের দিকে সরাসরি অভিযোগ তুলেছেন সেলিনা।তিনি

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।তারেক র‌্যাব-১১ এর অধিনায়ক ছিলেন।

গত ২৭ এপ্রিল নজরুলসহ সাতজনকে অপহরণের দুদিন পর তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে এনে ওই দিনই সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছিল।

সেলিনা সাংবাদিকদের বলেন, “প্রশাসনের সহযোগিতা ছাড়া আমার স্বামীসহ জনকে হত্যা করা সম্ভব নয়। ৬ কোটি টাকার বিনিময়ে র‌্যাবের সিও তারেক সাঈদসহ অন্যরা তাদের হত্যা করেছে।তাই হত্যাকাণ্ডে জড়িত র‌্যাব কর্মকর্তাদের শুধু চাকরিচ্যুত করলেই হবে না। তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।

অবসরে পাঠানো অন্য দুজন হলেন- সেনাবাহিনীর মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা। এই দুজনও নারায়ণগঞ্জে র্যানব-১১ এ কর্মরত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ