আলিয়া মাদ্রসা মাঠের আদালতে খালেদার বিচার

Khaleda zia খালেদা জিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই দুর্নীতি মামলা “জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ মামলা পরিচালিত হবে ঢাকার বকসি বাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে।

অর্থাৎ আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা হত্যা মামলার বিচার যে আদালতে হয়েছিল সাবেক বিরোধী দলীয় নেতার বিচার শুরুর এই তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়রে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিশেষ জজ আদালত নং-৩ এ বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ সংক্রান্ত বিশেষ মামলা ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ সংক্রান্ত বিশেষ মামলা বিচার কার্যক্রম ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালত ভবনের পরিবর্তে ঢাকা মহানগরের বকসি বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

এছাড়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদেকর সম্পদের হিসাব না দেয়ার মামলার বিচার র্কাযক্রমও অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালত ভবনে অবস্থিত বহুসংখ্যক আদালতে মামলার বিচার কার্যক্রম পরিচালিত হওয়ায় ওই ভবন এবং এলাকাটি আদালত চলাকালে জনাকীর্ণ থাকে বিধায় নিরাপত্তাজনিত কারণে ফৌজদারি কার্যবিধির ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ওই তিন মামলা পরিচালনার জন্য ঢাকা মহানগরের বকসি বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে (যা বিডিআর হত্যাকাণ্ড মামলার অস্থায়ী আদালত ছিল) অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত ৩০ এপ্রিল এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশের গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। খালেদা জিয়ার এ দুই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২১ মে দিন ধার্য রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ