বিপুল অস্ত্রসহ সুন্দরবনে ৩ দস্যুর আত্মসমর্পণ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ সুন্দরবনে ফরিদ বাহিনীর প্রধান ফরিদ লেহিরীসহ তিন বনদস্যু বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র্যাব-৮।
র্যাব-৮ এর ক্যাপ্টেন গুলজার আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুন্দরচাঁদপাই রেঞ্জের মৃগমারি এলাকায় তারা আত্মসমর্পণ করেন।
এরা হলেন- ফরিদ বাহিনীর প্রধান ফরিদ লেহিরী (৪০) ও তার দু্ই সহযোগী জুয়েল (৩২) এবং আসাদ (৩০)।
ক্যাপ্টেন গুলজার জানান, বনদস্যুরা থ্রী নট থ্রী, পয়েন্ট টু টু বোর ৮০, ৩টি সিঙ্গেল বন্দুক, টু টু বোর ০.৯৩৩ রাউন্ড গুলি, থ্রী নট থ্রী ৩৪ রাউন্ড গুলি ও সিঙ্গেল ব্যারেলের ২৭ রাউন্ড গুলি জমা দিয়েছেন আত্মসমর্পণকারিরা।