বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আসন্ন ২০১৪-১৫ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের বাজেট সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই যৌথভাবে এই পরামর্শক সভার আয়োজন করে।

সভায় বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। এছাড়া ২০১৫ সালের মূল্য সংযোজন কর (ভ্যাট)  আইনেও সংশোধন আসছে।’

আয়কর সীমা নিয়ে তিনি বলেন, ‘সর্বনিম্ন আয়কর সীমা ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার টাকা করা হচ্ছে। তা আগামী ১০ বছরের জন্য নির্ধারিত থাকবে। বিড়ি শিল্প ও গাড়ি আমদানির উপর কড়া নজরদারি আরোপ করা হবে।’

এফবিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, ‘গত ছয় বছরে দেশের বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে ১২৫ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে বাজেটের আকার ছিল ১ লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের জন্য এ আকার হতে যাচ্ছে ২ লাখ ৪৯ হাজার কোটি টাকা।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। সভায় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র বিভিন্ন স্তরের নেতারাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন অনু বিভাগের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারের এই পরামর্শক সভায় মোট ৬১৭টি পরামর্শ নিয়ে আলোচনা হবে। ১৯৭৩ সাল থেকে প্রতিবছর বাজেট নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ