নিরপেক্ষ তদন্তের আশাবাদি জনপ্রশাসন মন্ত্রণালয়রে গঠিত কমিটি

Nojrul Wife নজরুল স্ত্রীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জে অপহরণের পর প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে হত্যার ঘটনার হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রনালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্তের বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তদন্ত কমিটি নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যাক্ত করেণ তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা। দুপুর সাড়ে তিনটায় তদন্ত কমিটি নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটি বৈঠকে বসে এই তদন্তের কার্যপ্রনালী নির্ধারণ করে।

তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, আমরা সরকারী কর্মকর্তা। ভিকটিমদের বক্তব্যসহ আমরা সব কিছুকেই গুরুত্ব দিব। আমাদের তদন্তে নিরপেক্ষতা থাকবে।

‘সেনাবাহিনী থেকে চাকরি হারানো র‌্যাব-১১’র সাবেক সিও (অধিনায়ক) তারেক সাঈদ মোহাম্মাদ সরকারের একজন মন্ত্রীর জামাতা, তার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ক্ষেত্রে চাপ উপেক্ষা করে সুষ্ঠু তদন্ত ককরতে পারবেন কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটি প্রধান বলেন, ‘আমরা আশাবাদি। চাপের উর্ধ্বে থেকে তদন্ত করবো।

শাহজাহান আলী মোল্লা বলেন, আজ আমরা নারায়নগঞ্জে যে স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেই স্থান পরিদর্শন করবো। আগামী শনিবার আমরা আবার নারায়নগঞ্জে স্বজন হারাদের সঙ্গে কথা বলবো। কথা বলবো অভিযোগ উত্থাপন করা সংশ্লিষ্টদের সঙ্গেও।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কি কি বিষয়কে গুরুত্ব দিচ্ছি তা আগামীতে জানতে পারবেন। এখনই সব কিছু বলা যাবে না।

তিনি আরো বলেন, হাইকোর্টের বেধে দেওয়া গাইড লাইন অনুযায়ী আমরা তদন্ত কার্যক্রম চালাবো। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি জানাবো।

গত ২৭ এপ্রিল (রোববার) ঢাকা নারায়নগঞ্জ লিংক রোড থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে আলাদাভাবে অপহরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের তিন দিন পর ৩০ এপ্রিল (বুধবার) নারায়নগঞ্জের শীতালক্ষা নদী থেকে অপহৃত ৬ জন এবং এর একদিন পর আরো একজনের লাশ উদ্ধার করা হয়। গত ৭ মে উচ্চ আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ