অধিক ঝুঁকিপূর্ণ ১৪টি গাের্মেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে : বানিজ্যমন্ত্রী

tofael ahmed তোফায়েল আহমেদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঝুঁকিপূর্ণ পোশোক কারখানা পরিদর্শনে সরকারের গঠিত কমিটি অধিক ঝুঁকিপূর্ণ ১৪টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বানিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বানিজ্য মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ পোশোক কারখানা পরিদর্শনে সরকারের গঠিত কমিটি এ পর্যন্ত সারা দেশের প্রায় এক হাজার পোশাক কারখানা পরিদর্শন করেছে। এ থেকে ২০টি ঝুঁকিপূর্ণ কারখানা পাওয়া গেছে। তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে ১৪টি। যা ইতিমধ্যেই বন্ধ করে দওেয়া হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, আগামীতে আরো কারখানা পরিদর্শন করে যখনই অধিক ঝুঁকিপূর্ণ পাওয়া যাবে, তখনই তা বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, বন্ধ করে দেওয়া পোশাক কারখানার শ্রমিকদের পরবর্তি তিন মাসের বেতন বন্ধের সময় দিয়ে দিতে হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ