হত্যাকাণ্ডে জড়িতরা র‌্যাব নয় হিংস্র জানোয়ার

khokon খোকনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেছেন, সরা দেশের মানুষের দৃষ্টি এখন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দিকে। কারণ সন্ত্রাস জগতের অপর নাম দিপু চৌধুরী ও র‌্যাব মিলে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দৃষ্টি সবার তার দিকে।

তিনি বলেন, আইনজীবী চন্দন সরকারসহ বর্বরোচিত সাত হত্যায় যে সব র‌্যাব সদস্য জড়িত ‘তারা র‌্যাব নয়- জানোয়ার, পশু, তারা হিংস্র জানোয়ারের কমান্ডার।যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে  এইসব জানোয়ারদের কেন গ্রেফতার করা হচ্ছে না।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চন্দ্রন কুমার সরকার হত্যাসহ দেশের সকল হত্যা, গুম ও খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসুচি পালনকালে তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, যারা এক সঙ্গে সাত ব্যক্তিকে নির্দয়ভাবে হত্যা করে পানিতে ভাসিয়ে দিতে পারে তারা মানুষ নয়, জানোয়ার, হায়েনা, পশু। এখনো কেন তাদের গ্রেফতার করা হয়নি প্রশ্ন রেখে মাহবুব উদ্দিন বলেন, তাদের বাঁচানোর চেষ্টা চলছে। শালা-দুলাভাই মিলে টাকা ভাগাভাগি করেছে।

খোকন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা মায়া চৌধুরীর প্রতি ইঙ্গিত করে বলেন, ওই সময়  শ্বশুর হয়তোবা ঠিক করে দিয়েছেন খুনীরা কে কত টাকা পাবেন ভাগে।

এ হত্যাকাণ্ডকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ৪০ বছর আগের অপরাধে যদি এখন প্রধানমন্ত্রী বিচার করতে পারেন তাহলে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে তার কেন বিচার হবে না।

অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে দোষীদের গ্রেফতার করে বিচার করার দাবি জানান।

তিনি বলেন, পত্রিকা পড়লেই বোঝা যায় নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ঘটনোর সময় কারা টাকা লেনদেন করেছ।র‌্যাবের সঙ্গে টাকা লেনদেন করেছে দিপু চৌধুরী। দিপুসহ র‌্যাবের তিন অফিসারকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই আসল ঘটনা বের হয়ে আসবে।

নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সারা দেশে চলমান হত্যা, গুম ও অপহরণের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দুপুর ১২টা থেকে ২ টা ৪০ মিনিট পর্যন্ত এ অনশন পালন করা হয়।  সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারার চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরী আইনজীবীদের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

অনশনে আরো বক্তব্য রাখেন বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি জয়নুল আবেদিন, সানাউল্লাহ মিয়া, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ সুপ্রিমকোর্টের আইনজীবীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ