জনরোষে অবৈধ সরকারের পতন ঘটবে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংরাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘রোগ আগে চিহ্নিত করতে হবে, তার পরে ওষুধ দিতে হবে। দেশে অবৈধ সরকার বিরাজ করছে, জনরোষে এই অবৈধ সরকারের পতন ঘটবে।’
নারায়ণগঞ্জের পানেল মেয়র ও আনইজীবীসহ সাত জনকে অপহেরণের পর হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রতিকী অনশন কর্মসূচি পালনকালে তিনি এ কথা বলেন।
এ সময় নারায়ণগঞ্জের আইনজীবী চন্দনসহ আলোচিত সাতজনকে গুম ও হত্যার প্রতিবাদে আবারও সপ্তাহব্যাপী সাদামাটা কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। গত সপ্তাহের কর্মসূচির পর এবার দ্বিতীয় দফা কর্মসূচি ঘোষণা করেন খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘এ কর্মসূচির পরও যদি জড়িতদের গ্রেফতার করে বিচার শুরু না করা হয় তাহলে এমন কর্মসূচি দেওয়া হবে যাতে সরকারের বিদায় ঘণ্টা বাজবে। আগামী সপ্তাহে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সরকারের বিদায় ঘণ্টার কর্মসূচি দেওয়া হবে।’
এরপর তিনি সপ্তাহব্যাপী কর্মসুচি ঘোষণা করেন। যার মধ্যে আগামী রোববার বিক্ষোভ মিছিল, সোমবার মানববন্ধন, বুধবার সারাদেশের সকল বারে মৌন মিছিল এবং বৃহস্পতিবার প্রতিকী অনশন পালন করা হবে।
নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সারা দেশে চলমান হত্যা, গুম ও অপহরণের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অনশন পালন করা হয়।
বিকল্পধারার চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরী আইনজীবীদের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
অনশনে আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।