তদন্তের স্বার্থে যাকে দরকার তাকেই জিজ্ঞাসাবাদ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণের পর হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি নারায়ণগঞ্জে পৌঁছে কাজ শুরু করেছে।
কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা বলেছেন, তদন্তের স্বার্থে যাকে দরকার তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ গিয়ে কমিটির সদস্যরা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাংকাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কমিটি আগামী ১০মে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিকটিমদের বক্তব্য গ্রহণ করবে।
এর আগে সাত সদস্যের তদন্ত কমিটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের কাছে নিরপেক্ষ তদন্তের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা।
এর আগে বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটি বৈঠকে বসে এই তদন্তের কার্যপ্রনালী নির্ধারণ করে।
তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, আমরা সরকারি কর্মকর্তা। ভিকটিমদের বক্তব্যসহ আমরা সব কিছুই গুরুত্ব দিবো। আমাদের তদন্তে নিরপেক্ষতা থাকবে।
সেনাবাহিনী থেকে চাকরি হারানো র্যাব-১১ এর সাবেক সিও (অধিনায়ক) তারেক সাঈদ মোহাম্মাদ সরকারের একজন মন্ত্রীর জামাতা, তার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ক্ষেত্রে চাপ উপেক্ষা করে সুষ্ঠু তদন্ত ককরতে পারবেন কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটি প্রধান বলেন, ‘আমরা আশাবাদি। চাপের উর্ধ্বে থেকে তদন্ত করবো।
তিনি আরও বলেন, ‘হাইকোর্টের বেধে দেয়া গাইড লাইন অনুযায়ী আমরা তদন্ত কার্যক্রম চালাবো। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি জানাবো।’
উল্লেখ্য, ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে আলাদাভাবে অপহরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের শীতালক্ষ্যা নদী থেকে অপহৃত ছয় জন এবং এর একদিন পর আরো একজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৭ মে উচ্চ আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।