রাজনৈতিক উদ্দেশ্যে খালেদার আদালত স্থানান্তর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকার সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে বিএনপি চেয়াপারন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্ট মামলা পরিচালনার জন্য অস্থায়ী আদালত প্রতিষ্ঠা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আইনজীবী নেতারা।
বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে জাতীয়তাবদী আইজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ফোরামের মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমন মন্তব্য করে এর তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্ল্যেখ করা হয়, বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভোটে তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। আদালত ইতোমধ্যে ১৯ মার্চ ফৌজদারী কার্যবিধি লঙ্ঘন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে শতশত আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে শুনানি না করে নিজ কক্ষ থেকে কর্মচারীর মাধ্যমে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রদান করেন। যা সম্পূর্ণ অবৈধ।
বিৃতিতে সরকার যাতে উপরোক্ত দুটি মামলার বিচারিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে এবং খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা যাতে যথাযথভাবে তাকে প্রতিনিধিত্ব না করতে পারেন এবং সাংবাদিকদের আদালতে উপস্থিতি নিয়ন্ত্রণ করার অসৎ উদ্দেশেই সরকার আদালত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং উক্ত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছে বলেন তারা।