অপহরণ গুম খুনে ইইউ’র উদ্বেগ

EEU ইইউসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অপহরণ-গুম-খুন নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, ‘অপহরণ, খুন ও গুমের বিষয়ে ইইউ গভীরভাবে উদ্বিগ্ন। এসব বন্ধে কার্যকরী পদক্ষেপের দৃশ্যমান অগ্রগতি আশা করি।’

যেকোনো সমস্যা নিরসনে সংলাপ জরুরি- এমন মন্তব্য করে ইইউ রাষ্ট্রদূত সংলাপ শুরুর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি নতুন উদ্যোগের আহ্বান জানান।

সম্প্রতি সুনামগঞ্জে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিএনপির নেতা মুজিবর রহমান এবং তার গাড়িচালককে খুঁজে বের করতে সরকারকে সব ধরনের ব্যবস্থা নিতে বলেছে যুক্তরাজ্য। ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এ মন্তব্য করেন। তিনি মুজিবর রহমানের পাশাপাশি দুই বছর আগে নিখোঁজ হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ