রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে ১০ জন নিহত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজবাড়ী: জেলার সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০জন।
সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় শুক্রবার ভোর পৌনে ৪ টার দিকে গ্লোবাল পরিবহন ও ঈগল পরিবহনের দুটি বাসের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের পয়সারহাট এলাকার গ্লোবাল পরিবহনের হেলপার মো. জুয়েল (৩৫), বাসের সুপার ভাইজার ফরিদপুরের মুন্সিবাজার এলাকার বাবু মল্লিক (৪০), বরিশালের আগৈলঝরা এলাকার কাউন্টার মাস্টার পরেশ। নিহত অপর সাতজন এবং আহতদের পরিচয় এখোনো পাওয়া যায়নি। গ্লোবাল পরিবহনের দ্বিতীয় ট্রিপের হেলপার আলমাস খান নিহতদের মধ্যে তিনজনের নাম সনাক্ত করেছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিস, স্থানীয় জনতা ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার সামসুজুহার নেতৃত্বে এ উদ্ধারকাজ চলছে।
আহলাদীপুরের হাইওয়ে পুলিশের এএসপি আশরাফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের প্রাথমিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।