সরকারের বিদায় বেশি বেদনাদায়ক হবে: এম কে আনোয়ার

mkanwarসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত যথাযথ ছিল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘বিএনপি নির্বাচনে গেলে দেশের পরিস্থিতি আরও খারাপ হতো।’

তিনি বলেন, ‘এ সরকারের বিদায় হবে অনেক বেশি বেদনাদায়ক।’

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে জনগণের ওপর দুঃশাসন চাপিয়ে দিয়েছেন।এর কুফল আপনাদের ওপরই পড়বে।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। ওএসডির ভারে প্রশাসন নুয়ে পড়েছে। আর দুদকের প্রধান কাজ হচ্ছে সরকার যাদের চায় তাদের দুর্নীতিমুক্ত সার্টিফিকেট প্রদান। পাবলিক সার্ভিস কমিশনকে যা বলা হয় তারা তাই করে।’

দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ সরকার ক্ষমতায় এসে প্রথমেই ছোট একটি আদেশ জারি করে। আর তা হলো ২ কোটি টাকা পর্যন্ত কোন টেন্ডার আহ্বান না করা। এর ফলে সারাদেশে বিনা টেন্ডারে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশ আজ মৃত্যু উপত্যকায়। আর এর জন্য একজন বিচারক দায়ী। ওই বিচারক সংবিধানকে খন্ড খন্ড করেছেন। এর মাধ্যমে দেশের জনগণের সব অধিকার ছিন্ন করা হয়েছে।’

সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র’র উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জায়গায় ভোট হয়নি। তবে আমি মনে করি কোথাও ভোট হয়নি।’

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের রহমত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ ও প্রফেসর ড. মাহবুব উল্লাহ। এছাড়া যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালও  বক্তব্য রাখেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক এহসানুল হক জসীম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবুল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ