তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে দিনাজপুরে

Strike ধর্মঘটরিপোর্টার, এবিসি নিউজ বিডি, দিনাজপুরঃ দিনাজপুরে তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। ফলে শনিবারও দিনাজপুরের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে।

হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর তৃতীয় দিনের মতো দিনাজপুরের সঙ্গে সারাদেশের বাস যোগযোগ বন্ধ রয়েছে। জেলার কোনো বাসস্ট্যান্ড থেকে শনিবারও বাস ছাড়েনি। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির প্রচেষ্টায় শুক্রবার বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলেও পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

এদিকে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বাসস্ট্যান্ডগুলোতে শ্যালো মেশিন চালিত নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর করে পরিবহন শ্রমিকরা।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাব্বি জানান, গাড়ি চলাচলে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, বুধবার বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাসের সঙ্গে ঢাকাগামী কোচের সংর্ঘষের পর ছাত্র-শ্রমিক সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন সকাল থেকে শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ করে দেয়।

এদিকে সংঘর্ষ ও ভাঙচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও শুক্রবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ