সাত খুনে মন্ত্রী-এমপিরা জড়িত: ফখরুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকারের মন্ত্রী-এমপিরা জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে ছাত্রদলের সদ্য কারামুক্ত নেতাদের নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
ফখরুল বলেন, “সরকারের মন্ত্রী-এমপিরা নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে জড়িত। এটা এখন পরিষ্কার। তাদের একজনের জামাইকে চাকরি থেকে অপসারণ করায় এটা প্রমাণ করে।”
সরকার এই ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন।
এর দুদিনের মাথায় র্যাব-১১ এর সে সময়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে অকালীন এবং বাধ্যতামূলক অবসর দেয়া হয়।
সরিয়ে দেয়া হয় নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ কয়েক কর্মকর্তাকে।
চাকরিচ্যুত তারেক সাঈদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।
ফখরুল অভিযোগ করে বলেন, “শীতলক্ষ্যা এখন গুমের নদী। এখানে গুম খুন করে মানুষকে ফেলে দেয়া হচ্ছে। কাউকে পাওয়া যাচ্ছে। কাউকে পাওয়া যাচ্ছে না।”
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এবং স্বেচ্ছা সেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ