পুলিশ তার নৈতিক সাহস হারিয়ে ফেলেছে: সুলতানা কামাল
শনিবার দুপুরে সিলেটে জাতিসংঘের সর্বজনীন পুনর্বীক্ষণ প্রতিবেদনের ওপর মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
বিরোধীদলীয় চিফ হুইপকে পেটানোয় পুলিশের ডিসি হারুনকে পুরস্কৃত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ তার নৈতিক সাহস হারিয়ে ফেলেছে। রাষ্ট্রের বাহিনীকে সরকারের বাহিনী বানিয়ে ফেলা হয়েছে।”
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, “ৠাব-পুলিশকে বিচারিক জাবাবদিহিতায় নিয়ে আসতে হবে।”
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “আমরা কি দেখি? রাজপথে পুলিশ নাসিম সাহেবেরও মাথা ফাটায় আবার খোকা সাহেবের মাথা ফাটিয়ে রক্ত বের করে। পুলিশকে এমন দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে নৈতিক সাহস অর্জন করতে হবে।”
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হতে হবে। যে আইন রয়েছে, তার ব্যত্যয় যেন না ঘটে।”
সুলতানা কামাল ব্যক্তিগতভাবে মনে করেন, যারা আটক রয়েছেন তারা সবাই মানবতাবিরোধী অপরাধ করেছেন। তিনি বলেন, “তবে আইন অনুযায়ী তাদের যে সুযোগ দেওয়া হয়েছে সেগুলোর যাতে ব্যত্যয় না ঘটে।”
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাসট) আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান।
আলোচনা অংশ নেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খান প্রমুখ।