জাপার প্রতিবাদে ভ্রুক্ষেপ নেই সরকারের
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গুম খুনে জড়িতদের বিচারে সরকারের ওপর চাপ সৃষ্টিসহ তাদের মুখোশ উম্মোচনের জন্য বিএনপিসহ অনেক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিবাদ কর্মসুচি অব্যাহত রয়েছে।এজন্য এই কর্মসুচি সরকারের চক্ষুশূল।কিন্তু জাতীয় পার্টির প্রতিবাদ লোকদেখানো।এ প্রতিবাদের উদ্দেশ্য গৃহপালিত বিরোধীদলের অপবাদ ঘুচিয়ে জনগণর মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা।এতে সরকারের তেমন ক্ষতি হয় না।তাই এ প্রতিবাদের প্রতি সরকারের ভ্রুক্ষেপ নেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
নারায়ণগঞ্জসহ সারাদেশে গুম খুন ও অপহরণের প্রতিবাদে বিএনপির গণঅনশন কর্মসুচিতে বাধা দেয় সরকার।মানিক মিয়া এভিনিউতে সুশীল সমাজের মানববন্ধনে ব্যবহৃত ব্যানার ফেস্টুন কেড়ে নেয় পুলিশ।মাইক অপারেটর ও গাড়ি চালককে গ্রেফতার করা হয়।অথচ একই ইস্যুতে বৃহস্পতিবার সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মানববন্ধন কর্মসূচিতে সরকার বাধা দেয়নি।দেশের কোথাও জাপার নেতাকর্মীদের প্রতি সরকার বা আওয়ামী লীগের সহিংস আচরণের খবর পাওয়া যায়নি।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন ‘আপনি নিহতদের পরিবারের কান্না শুনুন। যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে তার আর্তনাদ শুনুন।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের গুম, খুনের প্রতিবাদে আয়োজিত এক মানবন্ধনে এ আহ্বান জানান তিনি। বাবলু বলেন, ক্ষমতাসীন সরকার গুম, খুন ও অপহরণ বন্ধে পুরো ব্যর্থ হয়েছে।তিনি বলেন, ‘সংসদে আজ অধিবেশন থাকলে আমরা সংসদে গিয়ে কথা বলতাম। হত্যা, খুন, গুম থেকে সারা দেশের মানুষকে মুক্তি চায়। দেশের ১৬ কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ওমর এমপি, এম এ হান্নান এমপি, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, জাতায় পার্টির কেন্দ্রীয় নেতা রওশান আরা মান্নান, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
বিশ্লেষকরা মনে করেন,জাপা গৃহপালিত বিরোধীদল।সরকারের সকল অপকর্মের সহযোগি সমর্থক।তারা সব সময়ই সরকারের আজ্ঞাবহ।কার্যকর বিরোধীদলের ভুমিকা কখনো পালন করেনি।ঘরেবাইরে তারা কোথাও মর্যাদা পাচ্ছে না।এজন্য গুম খুনের ন্যায় বর্তমান ইস্যুতে প্রতিবাদ করে তারা একটু সুনাম অর্জন করতে চায়।।হয়তো সরকারের অনুমতি নিয়েই তারা এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।তাদের এ প্রতিবাদ পোশাকি।এ কারণে এ প্রতিবাদের প্রতি সরকারের কোনো কর্ণপাত নেই।
এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট রাষ্টবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.এমাজউদ্দিন আহমেদ এবিসি নিউজ বিডিকে বলেন, গুম খুন ইস্যুতে বিএনপি ও অনেক সংগঠনের ভুমিকায় সরকার ক্ষুব্ধ।কিন্ত জাপার ভূমিকায় সরকারের কোনো খেদ নেই।জাপার প্রতিবাদ লোকদেখানো।
একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতিক।তিনি এবিসি নিউজ বিডিকে বলেন,জাপা গৃহপালিত বিরোধীদল।জাপা নেত্রী রওশন এরশাদ গৃহপালিত বিরোধীদলের গৃহবধূর মর্যাদা নিয়ে সংসদে রয়েছেন।তাদের প্রতিবাদ লোকদেখানো।এই প্রতিবাদকে সরকার পাত্তা দেয়ার প্রয়োজন মনে করে না।এজন্য জাপার মানববন্ধনে সরকারের তরফ থেকে কোনো বাধা আসেনি।
বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.পিয়াস করিম এবিসি নিউজ বিডিকে বলেন, জাপা বিরোধীদল সাজতে চায়।তাদের নিয়ে সরকারের ভাবার সময় নেই।