সিনেমা হলগুলোর আধুনিকায়ন দরকার: প্রধানমন্ত্রী

PM Sheikh Shekh Hasina শেখ হাসিনা NYবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সিনেমা হলগুলোরও আধুনিকায়ন করা দরকার।’

শনিবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সিনেমা হলগুলোরও আধুনিকায়ন করা দরকার। দেশের বিভিন্ন এলাকায় যে সব হল বন্ধ হয়ে গেছে, সে হলগুলো পুনরায় চালু করা দরকার। ডিজিটাল ছবি প্রদর্শনের জন্য হলগুলো আধুনিকায়ন করা প্রয়োজন।’

ডিজিটাল ছবি নির্মাণের মধ্য দিয়েই বাংলাদেশের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বিশেষ করে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের প্রতি পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতি বছর ১০টি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দিয়ে থাকি। যার মধ্যে পাঁচটি পূর্ণদের্ঘ্য ও পাঁচটি সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে প্রতি বিভাগে একটি করে অবশ্যই শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করতে হবে।’

চলচ্চিত্র নির্মাতাদের মুক্তিযুদ্ধের ছবি নির্মাণে এগিয়ে আসার অনুরোধও করেন তিনি।

এক সময় বাংলাদেশের চলচ্চিত্রে ছিল অশ্লীলতায় সয়লাব। এখন অশ্লীলতা দূর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন একটা পরিবর্তন এসেছে। বাংলাদেশের চলচ্চিত্র থেকে অশ্লীলতা দূর হয়েছে। দর্শক যেন সুন্দর পরিবেশে সুস্থ ধারার চলচ্চিত্র দেখতে পারেন সে জন্যই প্রয়োজন সুস্থ ধারার চলচ্চিত্র।’

তরুণ নির্মাতাদের চলচ্চিত্রে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘আমাদের তরুণ পরিচালকরা এত ভালো চলচ্চিত্র নির্মাণ করছে। আমরা আশাবাদী বাংলাদেশে আগামী দিনে তারা আরও অনেক ভালো চলচ্চিত্র উপহার দেবে।’

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য ও এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ