নূর হোসেনের ড্রাইভার আটক
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জে অপহরণের পর সাত জনকে খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সদ্যবহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নূর হোসেনের ব্যক্তিগত গাড়িচালক মহিবউল্লাহ নয়নকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার শ্যালক ফেরদৌস কোরেশী সম্রাটকেও আটক করা হয়।
শনিবার মধ্যরাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর লাউতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এটি নয়নের শ্বশুর বাড়ি।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি মোস্তফিজুর রহমান কিছু জানেন না বলে জানিয়েছেন।
তবে রসুলপুর ইউপির চেয়ারম্যান নুরুল আমিন এবং নয়নের শ্বশুর সিরাজ মিয়া নয়ন ও সম্রাটকে আটকের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ডিবির একটি সূত্র জানিয়েছে, ৪০ জনের একটি টিম প্রথমে নয়নের শ্বশুর সিরাজ মিয়ার বাড়িটি ঘিরে ফেলে। এসময় সে পালাতে চাইলে তাকে গুলি করার কথা বলা হলে সে ধরা দেয়। এসময় তার শ্যালককে আটক করা হয়। রাতেই তাদের দুজনকে ঢাকায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
চেয়ারম্যান নুরুল আমিন স্থানীয় সাংবাদিকদের জানান, মহিবউল্লাহর শ্বশুর সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাচপুরে বসবাস করে আসছেন। চার দিন আগে মহিউল্লাহ নোয়াখালী এসে ওই বাড়িতে আশ্রয় নেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে নরসিংদী থেকে আটক করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকে নূর হোসেন পলাতক। ঘটনার পর পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যক্তিগত মাইক্রোবাস এবং তার ভাইয়ের একটি গাড়ি জব্দ করেছে।
ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব-১১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মাদসহ সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি দুই কর্মকর্তা হলেন- মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা।
এছাড়া নারায়ণগঞ্জের দুই থানার ওসি, ৪০ জন উপ পরিদর্শক (এসআই) এবং ৩৯ জন সহকারী উপ পরিদর্শক (এএসআই) কে দেশের বিভিন্ন রেঞ্জে বদলি করেছে পুলিশ সদর দফতর।
উল্লেখ্য, ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের শীতালক্ষ্যা নদী থেকে অপহৃত ছয় জন এবং এর একদিন পর আরও একজনের লাশ উদ্ধার করা হয়।