পরিচয় মিলেছে দুবাইয়ে নিহত ৪ বাংলাদেশির

dubai road accidentআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করে।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের ইলু ঢালীর ছেলে মাসুম ঢালী, চট্টগ্রামের সীতাকুণ্ডের নাবিয়াল হকের ছেলে মো. বদরুল হাসান, চাঁদপুরের মতলবের বাদশা মিয়ার ছেলে আলমগীর ও সিলেটের জৈন্তাপুরের কলিমুল্লাহর ছেলে নজরুল ইসলাম।

শনিবার সকালে দুবাইয়ের প্রশাসনিক অঞ্চলে কর্ণেল আলী গনিম রোডে সড়ক দুর্ঘটনায় এ চার বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরো নয় বাংলাদেশি। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর অধিকতর আহত চারজনকে হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বিক বিষয়ে তদারকি করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ।

এর আগে দুবাই পুলিশ জানিয়েছে, ২৯ শ্রমিক নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুবাই ক্লাব ব্রিজের কাছে আল রুয়াইয়াহতে পার্কিং করা একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি। এতে ১৫ শ্রমিক নিহত হয়। আহত হয় আরো ১৩ শ্রমিক। আহতদের মধ্যেও বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে। তারা সবাই ভারতীয় মালিকানাধীন ব্রাভো টেকনিক্যাল কন্সট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ