সাত খুনের তদন্তে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ চেয়ে রিট
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনা তদন্ত পর্যবেক্ষণে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট হয়েছে।
নিহত চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পালসহ তিনজন রোববার সকালে রিট আবেদনটি দায়ের করেন।
রিটে তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণে একজন সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বর্তমান একজন বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিশন গঠনের আবেদন জানানো হয়।
রিটকারী বাকি দুইজন হলেন-নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান এবং ‘আমরা নারায়ণগঞ্জবাসীর’ নির্বাহী সভাপতি মাহবুবুর রহমান।
রিট দায়েরের পর আইনজীবী কামাল হোসেন আবেদনটি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ যান।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে র্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হাই কোর্টের নির্দেশে গত বুধবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে এই কমিটি।
এছাড়া ঘটনা তদন্তে র্যাবের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও ঘটনার তদন্ত চলছে।