ঢামেকের বহির্বিভাগ বন্ধ, দুর্ভোগে রোগীরা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বহির্বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা বহির্বিভাগের টিকিট কাউন্টারে এসে তালা ঝুলিয়ে দেয়। ফলে আবারও নতুন করে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
বহির্বিভাগে কর্মরতরা জানান, বহির্বিভাগে যেন কোনো রোগী সেবা না পান সে কারণে বিভিন্ন কক্ষের সামনে অবস্থান করছেন ইন্টার্ন ডাক্তাররা।
এ ঘটনায় ঢামেকের জরুরি বিভাগের সামনে প্রায় দুই শতাধিক রোগী বিক্ষোভ শুরু করেছেন।
এর আগে শনিবার রাতভর ও আজ সকালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। তবে সকাল ১০টার দিকে সীমিতভাবে চিকিৎসাসেবা শুরু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, শিক্ষানবিশ চিকিৎসকরা এখনও কাজে যোগ দেননি। সরকারি চিকিৎসক দিয়ে আমরা জরুরি বিভাগটি চালু রেখেছি।
জরুরি বিভাগের কাউন্টার থেকে এখন রোগীদের টিকিট দেয়া হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর চানখাঁরপুলে মোমিনুল ইসলাম (৩০) নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে বেদম মারধর করে কয়েকজন যুবক। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেন। পরে রাত একটার দিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তালা খুলে দেয়।
হাসপাতাল সূত্র জানায়, তালা খুলে দেয়া হলেও রাতভর জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। তবে সকাল ১০টার দিকে জরুরি বিভাগে কয়েকজন চিকিৎসক আসেন।