বিএনপি বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটির প্রস্তাব দেবে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সাবেক বিচারপতিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনে সরকারকে প্রস্তাব দেবে বিএনপি।
রোববার সকালে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পন শেষে সাংবাদিক এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সেখানে যান।
মির্জা ফখরুল বলেন, ‘ওই ঘটনা তদন্তে আমরা সাবেক বিচারপতিদের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করার প্রস্তাব দেব।’
১৪ মে নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনা দিতে নারায়ণগঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
নারায়ণগঞ্জের সাত খুনে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত যতগুলো পদক্ষেপ নেয়া হয়েছে তা সন্তোষজনক নয় বলে তিনি বলেন, ‘সারাদেশে খুন, গুম ও অপহরণ সরকারের প্রশ্রয়ে হচ্ছে। র্যাবকে ব্যবহার করে জনগণের জীবনহরণ করা হচ্ছে। নারায়ণগঞ্জের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে।’