মালয়েশিয়ার মাধ্যমে ফ্ল্যাট নির্মাণে রিহ্যাবের আপত্তি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকার উত্তরা ও কামরাঙ্গীর চরে ২২ হাজার ফ্ল্যাট নির্মাণে মালয়েশিয়াকে কাজ দেয়ার সিদ্ধান্তের আপত্তি জানিয়েছে রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রবিবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে রিহ্যাবের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে আপত্তির কথা জানান।
রিহ্যাবের সভাপতি মোকাররম হোসেন খান মন্ত্রীকে বলেন, বর্তমানে রিহ্যাব সদস্যদের প্রায় ২২ হাজার ফ্ল্যাট অবিক্রিত আছে। এ অবস্থায় এ জাতীয় বিদেশী বিনিয়োগ বাংলাদেশের গৃহায়ণ শিল্পকে আরো গভীর সংকটে ফেলবে। তাই ২২ হাজার ফ্ল্যাট নির্মাণের দায়িত্ব রিহ্যাবকে দেয়ার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ঢাকা ও অন্যান্য বড় শহরের আশেপাশে বিপুলসংখ্যক ফ্ল্যাট নির্মাণের জন্য আবাসন ব্যবসায়ীরা সরকারের সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী। রিহ্যাব সদস্যদের স্বল্প ব্যয়ে ও কম পারিশ্রমিকে কাজ করার অভিজ্ঞতা আছে। অপর দিকে বিদেশি বিনিয়োগকারীদের বিশেষজ্ঞ, স্থপতি, প্রকৌশলী ও প্রযুক্তি ব্যবহার ব্যয় বহুল ও সময় সাপেক্ষ।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জবাবে বলেন, সার্বিকভাবে প্রণোদনা ছাড়া কিছু ফ্ল্যাট নির্মাণের দায়িত্ব দেয়ার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হবে না। এজন্য আপনাদের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। ফ্ল্যাটের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে আবাসন ব্যবসায়ীরা বিপদে পড়েছেন । ফ্ল্যাট বিক্রি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, আমাদের সেগুলো মীমাংসা করতে হয়। উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এনা প্রপার্টিজকে কাজ দেয়া হয়েছিলো। কিন্তু তারা কাজ শেষ করেনি। নিয়ম অনুযায়ী গণপূর্ত অধিদফতর ও রাজউক কাজ বাতিল করতে বলেছে। আমি বাতিল করেছি। এখন বাতিল না করলে ৫ বছর পর হলেও আমাকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
মোশাররফ হোসেন আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আমাদের অনেক জায়গা রয়েছে, আপানারা কাজ করতে পারেন। কোন সমস্যা নেই। আমিও চাই পরিকল্পনা অনুযায়ী আমার ভবনগুলো দাঁড়িয়ে যাক। মন্ত্রী ঝিলমিল প্রকল্পে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের সঙ্গে রিহ্যাবকে সম্পৃক্ত করার জন্য রাজউক চেয়ারম্যানকে নির্দেশ দেন।
গত ২৯ এপ্রিল রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ১২ হাজার ও কামরাঙ্গীর চরে ১০ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণে মালয়েশিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এওইউ) স্বাক্ষরিত হয়। একই সঙ্গে শান্তিনগর থেকে মাওয়া রোডে ঝিলমিল প্রকল্প পর্যন্ত ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার নির্মাণেও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
গৃহায়ণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রিহ্যাব নেতারা রাজউকে দ্রুত ওয়ানস্টপ সার্ভিস (একই স্থানে সকল সেবা) চালুর দাবি জানান।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম রব্বানী, রাজউকের জয়নাল আবেদীন ভূইয়া উপস্থিত ছিলেন।