ল্যাবএইডের এমডিসহ ৫ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

Labaid Hospital ল্যাব এইড হাসপাতালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৫ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন মৃত নাসির উদ্দিনের স্ত্রী মাহমুদা আহমদ।

তারা হলেন- হাসপাতালের এমডি ডা. এ এম শামিম, ডা. এ পি এম সোরাবউজ্জামান, লোকমান হোসেন, ডা. শামিম ও ডা. এমদাদ।

ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। বিচারক তার জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশ পরে দেবে বলে জানান।

মামলার এজাহার থেকে জানা গেছে, এ বছরের ১ এপ্রিল শারীরিক অসুস্থতার কারণে নাছির উদ্দিনকে (কুমিল্লা জেলার দাউদকান্দির মেয়র) ল্যাবএইড হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পরামর্শে এনজিওগ্রাম করা হয়। এ সময় চিকিৎসকরা রোগীর হার্টে ব্লক আছে বলে জানান। তাদের পরামর্শে ৫ এপ্রিল বাইপাস সার্জারি করানো হয়। ১২ এপ্রিল রোগীর শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা চিকিৎসকদের জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেননি। পরে ১৩ এপ্রিল রাত ৩টায় তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর ২৫ এপ্রিল তিনি মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে রবিবার আদালতে এসে মামলা দায়ের করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ