আরো সময় চেয়েছেন নারায়ণগঞ্জের এসপি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ সাত হত্যাকাণ্ডের তদন্তে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি হয়েছে দাবি করে আসামিদের গ্রেপ্তারে আরো সময় চেয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন।
লাশ উদ্ধারের পর ১০ দিন পেরুলেও আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় নিহতদের স্বজনের ক্ষোভের প্রেক্ষাপটে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি আরো সময় নেয়ার কথা বলেন।
“ঘটনার পর ১২/১৩ দিন বেশি সময় নয়। আমাদের সময় দিন, বিশ্বাস করুন। আমরা সুন্দর ও ভালো কিছু দিতে চাই।”
গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের পর নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে সরিয়ে আনা হয়।
তিন দিন বাদে লাশ উদ্ধারের পর নরসিংদী থেকে নারায়ণগঞ্জে দায়িত্ব নিয়ে যান মহিদ উদ্দিন। তিনি নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের তদন্তও তত্ত্বাবধান করেছিলেন।
নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেন দেশের বাইরে পালিয়ে গেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র জানালেও পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান পুলিশ সুপার।
তদন্তের অগ্রগ্রতির বিষয়ে তিনি বলেন, “নোয়াখালী থেকে আটক নূর হোসেনের গাড়ির চালক মহিবুল্লাহ এবং তার শ্যালক সম্রাটের কাছ থেকে তদন্ত কাজে সহায়ক উল্লেখ্যযোগ্য তথ্য পাওয়া যেতে পারে।”
এছাড়া নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের মোবাইল ফোনসহ গ্রেপ্তার দুজনের কাছ থেকেও তথ্য পাওয়ার আশায় আছেন তিনি।
অনেকের নাম এলেও তাদের গ্রেপ্তার না করার বিষয়ে মহিদ উদ্দিন বলেন, “গণগ্রেপ্তার করা উচিত নয়। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে।”
এই হত্যাকাণ্ডে র্যাবের তিন কর্মকর্তা সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ উঠেছে। র্যাবের ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশও রোববার দিয়েছে হাই কোর্ট।
এসপি জানান, চাকরি হারানো সামরিক বাহিনীর ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়ে হাই কোর্টের দেয়া নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে।
ওই তিন কর্মকর্তা হলেন- র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা।
এদের মধ্যে তারেক সাঈদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।
অপহরণের ঘটনার দুদিন পর তাদের নারায়ণগঞ্জ থেকে সরিয়ে এনে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তাদের ইতোমধ্যে অবসরে পাঠানো হয়েছে।