মাওবাদী হামলায় ৭ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ৭ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৯টা ৪০ মিনিটে গড়চিরোলির পাভিমুরান্দা ও মুরমুরি গ্রামে একটি তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল পুলিশের একটি বিশেষ দল।
গ্রামে ঢোকার সময়ই ল্যান্ডমাইন বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়। বেশ কয়েক জন আহত হন। তাদের হেলিকপ্টারের সাহায্যে নাগপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পর জঙ্গলের মধ্যে মাওবাদী ও পুলিশবাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। সাহায্যের জন্য তড়িঘড়ি অতিরিক্ত বাহিনীও পাঠানো হয় সেখানে। পুলিশ জানিয়েছে, সেখানে এখনও গুলির লড়াই চলছে।
ভারতের নির্বাচনকে সামনে রেখে সেখানে মাওবাদী হামলার ঘটনা কিছুটা বাড়লেও পরিস্থিতি খুব একটা খারাপ আকার ধারন করেনি।